বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥
বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম এক ত্রিপুরা পল্লীর পাশের গাছে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় এক প্রতিবন্ধী তঞ্চঙ্গ্যা তরুনীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লাকাচিং তঞ্চঙ্গ্যা (২৮)।
রোববার বিকাল সাড়ে চারটার সময় লাশটি উদ্ধার করা হয়েছে।
এর আগে দুপুর তিনটায় ওই তরুনীর লাশ গাছে ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। আলীকদম থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন। মৃত তঞ্চঙ্গ্যা পার্শ্ববর্তি জলন্তমনি তঞ্চঙ্গ্যা পাড়ার মৃত কিত্তিমন তঞ্চঙ্গ্যার কন্যা।
থানার পরিদর্শক কানন চৌধুরী বলেন, ‘উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূর্গমে অবস্থিত অসতি ত্রিপুরা পাড়ার পাশে এক গাছে ওই তরুনীর লাশ ঝুলতে দেখে বিকেল তিনটার দিকে স্থানীয়রা থানায় মোবাইলে ফোন করে জানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে’।
লাশের সাথে থাকা ওই তরুনীর স্বজনরা জানায়, নিহত ওই তরুনী পিতাহারা ও প্রতিবন্ধী। ভিক্ষা করেই জীবন যাপন করছিল সে। তবে দুপুরের দিকে কোনো বখাটে ধর্ষণের পর হত্যা করে গলায় গামছা বেধে লাশটি গাছে ঝুলিয়ে রাখে বলে তাদের ধারনা।