বুধবার, ৩০ Jul ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনে জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়াকে কেন্দ্র করে ৪৩ কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সহকারী রিটানিং কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় ৪৩টি কেন্দ্রে আঙুলের ছাপ নেওয়ার পর ভোটারকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে এসব কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে।
এদিকে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
বুধবার সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রে আসেন ভোটাররা। তবে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল।