বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ডিসি

নাটোর প্রতিনিধিঃ গভীর রাতে নাটোর রেলস্টেশনে কম্বল নিয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় সাড়ে চারশ কম্বল তুলে দেন তিনি।

জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, নাটোরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশুসহ সব বয়সের মানুষ। গরিব, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালেহ আল ওয়াদুদসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com