বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

গণ অভ্যুত্থানের ফসল শ্রমিকদের ঘরে উঠেনি—সাইফুল হক

গণ অভ্যুত্থানের ফসল শ্রমিকদের ঘরে উঠেনি---সাইফুল হক

সাভার প্রতিনিধি:: গণ অভ্যুত্থানে ছাত্রদের পর সবচেয়ে আহত-নিহত হয়েছে শ্রমিক, মেহনতি সাধারণ মানুষ। কিন্তু পাচঁ মাস হতে চলল গণ অভ্যুত্থাণের ফসল শ্রমিকদের ঘরে উঠেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে ভোটের অধিকার সহ শ্রমিকদের সকল গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত করার দাবীতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণ অভ্যুত্থাণের পরে শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। অথচ গণ অভ্যুত্থানে ছাত্র-যুবকদের পর সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের গার্মেন্টস শ্রমিক, সাধারণ শ্রমজীবী, নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষ। সেই মানুষের দৈনন্দিন জীবেন যে সংকট সেই সংকট এখনো পর্যন্ত সমাধান হয়নি।

তিনি আরাও বলেন, শেখ হাসিনা সরকার ১৫ বছর জ্বালিয়ে-পুড়িয়ে খেয়েছে আর এখন বিগত পাঁচ মাসেও দ্রব্যমূল্যের দাম কমেনি। শ্রমিকরা এক কেজি মাংস কিনে খেতে পারে না, মাছ কিনে খেতে পারেনা। যে বেতন পায় তা দিয়ে মাত্র ১৫/২০ দিন খেতে পারে তারা। তাই শ্রমিকদের মজুরী নূন্যতম ২৫ হাজার টাকা করতে হবে। সেই সাথে শ্রম কমিশনের পাশাপাশি শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠনেরও জোড় দাবী জানান তিনি।

এরই মধ্যে প্রায় একশর মত কারখানা বন্ধ করা হয়েছে। কোন সচেতন শ্রমিক কারখানায় নৈরাজ্য করতে পারে না। তাই শ্রমিকদের নিয়েই সমন্বয় করেই কারখানাগুলো খুলে দেয়ার দাবী জানান তিনি।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনৈতিক পরিষদের কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোস্তাক প্রমুখ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com