রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তির আগেই আয় ২০০ কোটি

বিনোদন ডেস্কঃ বলিউড ভেল্কি দেখিয়েই যাচ্ছে। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ প্রথম দিনেই ১০ কোটি। প্রভাস-পূজা হেগড়ের প্রথম জুটি মাত্র ৩ দিনে ১৫১ কোটি ব্যবসা করে ফেলল! সমালোচিত হয়েও প্রযোজক, পরিচালকের মুখে যুদ্ধ জয়ের চওড়া হাসি এনে দিয়েছে ‘রাধে শ্যাম’।

বলিউড সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, মুক্তির আগেই নাকি স্যাটেলাইট, ডিজিটাল সত্ত্ব বিক্রি করে ২০০ কোটি উপার্জন করে ফেলেছে এই ছবি।

প্রভাস সম্ভবত নিজেও বোঝেননি প্রথম ছবিতেই তার আর পূজার জুটি এত ভালো লাগবে দর্শকদের। বাহুবলীর পরে এই ছবিতে তিনি হস্তরেখাবিদ। এছাড়াও, ছবিতে শোনা গেছে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। ছবির শুটিং হয়েছে ইতালি, জর্জিয়া এবং হায়দ্রাবাদে।

১১ মার্চ মুক্তি পেয়েছে গুলশান কুমার এবং টি-সিরিজের ‘রাধে শ্যাম’। ইউভি ক্রিয়েশনের প্রযোজনায়, রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ছবির সম্পাদক কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও। প্রযোজক ভূষণ কুমার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com