শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

গঙ্গাচড়া প্রেসক্লাব যুগ্ন সম্পাদক বাপ্পীর অকাল মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও দৈনিক যুগান্তর এবং প্রথম খবর প্রতিনিধি সাংবাদিক ইউসুফ আলী বাপ্পী আর নেই। ভারতের দিল্লীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। বাপ্পীর অকাল মৃত্যুতে গঙ্গাচড়ায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে শোঁকের ছাঁয়া নেমে এসেছে।

উল্লেখ্য, সাংবাদিক বাপ্পী দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ভুগছিল। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় ভারতের দিল্লীতে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। সেখানে ১ মাস চিকিৎসা গ্রহনের পর তার চাচার একটি কিডনি বাপ্পীর শরীরে স্থাপন করা হয়। কিডনি স্থাপনের ১ মাস চিকিৎসা শেষে একটু সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে প্রায় দু-মাস অবস্থানের পর বাপ্পী অসুস্থ্য বোধ করলে পুনরায় ভারতের দিল্লীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখানে প্রায় ১ মাস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বাপ্পী সাংবাদিকতার পাশাপাশি ঠিকাদারী করতো। আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। ব্যাক্তিগত জীবনে বাপ্পী অবিবাহিত। বাবা জাহাঙ্গীর হোসেনের একমাত্র পুত্র। মুত্যুকালে বাপ্পী পিতা-মাতা, বোন, আত্বীয়স্বজন ও অসখ্য শুভাকাংখী রেখে গেছে। তার মৃত্যুতে গঙ্গাচড়া সাংবাদিক সমাজ ৭ দিনের শোক প্রকাশ করেছে। শোক প্রকাশের মধ্যে রয়েছে, কালো ব্যাচ ধারণ, দো’য়া ও মিলাদ মাহফিল। এছাড়া বাপ্পীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে, সাংবাদিক সমজা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com