বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

গঙ্গাচড়ায় শহীদ দিবসের প্রস্তুতি ও যানজট নিরসনে সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা এবং গঙ্গাচড়া বাজারে যানজট নিরসন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স কল্যান ক্লাব হলরুমে অনুষ্ঠিত সভা দুটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম।

সভায় শহীদ দিবস পালন ও যানজট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতআরা ফেরদৌস, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গঙ্গাচড়া বি.এম কলেজের অধ্যক্ষ নুরুন্নবী ইসলাম রানা প্রমূখ।

এ সময় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ অটোমালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com