বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ক্ষ্যান্ত রানী রায় উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে তিনি গঙ্গাচড়া বাজারসহ সদর ইউনিয়নের মৌলভীবাজার, ভূটকা, নবনীদাস, চেংমারী, মান্দ্রাইন গ্রামে গণসংযোগ করেন।
এ সময় তিনি সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা জনসাধারনের মাঝে তুলে ধরে ভোট কামনা করেন। ক্ষ্যান্ত রানী রায় দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ইউ.পি সদস্যা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ক্ষ্যান্ত রানী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ গঙ্গাচড়া ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি ও এসো উন্নয়ন করি নারী ফোরাম গঙ্গাচড়ার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্মল রায়, নারী নেত্রী ববিতা রানী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক সাবিনা বেগম, ধনেশ্বর রায় প্রমূখ।