বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় পল্লী দারিদ্র ফাউন্ডেশণের প্রকল্প পরিচালক ড. মনারুল ইসলাম বলেন, সোলার হোম সিষ্টেম বিতরণ প্রকল্প শতভাগ বাস্তবায়ন হলে এ উপজেলা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি বিশেষ ভূমিকা রাখবে। প্রতি বছর প্রায় ৪০-৪৫ কোটি টাকা সুবিধাভোগী পরিবারগুলোকে বিদ্যুৎ বিল দিতে হবে না। এ সাশ্রয়ী বিদ্যুৎ বাংলাদেশ সরকারের বিদ্যুতের চাহিদা পূরণ ও জাতীয় সমস্যা সমাধানে যুগান্তকারী ভূমিকা রাখবে।
তিনি শনিবার উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ চত্তরে সোলার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সোলার হোম সিষ্টেমের সমস্যা সমাধানে ইলেকট্রিশিয়ানকে কোন টাকা দিতে হবেনা। গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য প্রতিটি সোলার হোম সিষ্টেমের গায়ে সরবরাহকারী প্রতিষ্ঠান (বিএমটিএফ) এবং প্রকল্প সংশ্লিষ্টদের (পিডিবিএফ) এর মোবাইল নম্বর দেয়া আছে। সোলারের যে কোন সমস্যা হলে তা তাৎক্ষনিকভাবে সমাধানের জন্য সুবিধাভোগী সদস্য সরাসরি সংশ্লিষ্ট মোবাইল ফোনে যোগাযোগ করলেই ইলেকট্রিশিয়ান পাঠিয়ে সমস্যার সমাধান করা হবে।
এসময় গঙ্গাচড়া উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জনাব মোঃ মশিউর রহমান, নোহালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাদের, প্রজেক্ট সুপার ভাইজার মোঃ তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশণ (পিডিবিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশের বিদ্যুৎবিহীন প্রত্যন্ত চর এলাকায় সৌরশক্তির উন্নয়ন” শীর্ষক প্রকল্পটি ৩৩ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে মার্চ, ২০১৮ থেকে জুন, ২০২০ মেয়াদে বাস্তবায়নের লক্ষে উপজেলার ৯টি ইউনিয়ন ও রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নসহ ১১টি ইউনিয়নে মোট ১২ হাজার ১ শত ৭০টি পরিবার এ প্রকল্পের আওতায় সহায়তা পাবে।
উল্লেখ্য যে, চলতি ২০১৮-১৯ অর্থ-বছরে ১১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৪৭৫০টি সোলার হোম সিষ্টেম উপকারভোগীদের মধ্যে সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার গ্রামকে শহর রূপান্তরের লক্ষ্যে বিদ্যুৎ বিহীন চর এলাকায় শতভাগ বিদ্যুতের চাহিদা পূরণে এ প্রকল্প কাজ করছে। চরের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর নিকট নবায়ন যোগ্য সৌরশক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রকল্প এলাকায় দারিদ্রতা হ্রাসকরণ ও আত্ম-কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি হবে। মোট মূল্যের ৮০ শতাংশ ভর্তুকির মাধ্যমে বিদ্যুৎবিহীন ও চর এলাকায় সৌরশক্তির উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৫ ওয়ার্ড এলইডি লাইট ৩টি, ১৫-২০ ওয়ার্ডের সোলার ডিসি ফ্যান ১টি, ৬৫ ওয়াটপিকের সোলার প্যানেল ১টি, ৮০-এম্পিয়ার ব্যাটারী ১টি, চার্জ কন্ট্রোলার ১টি, সোলার স্ট্রাকচার, সোলার হোম সিস্টেম স্থাপনের সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। সুফলভোগী সদস্যদের মোট মূল্যের ২০ শতাংশ বাবদ মাত্র ৪ হাজার ৯ শত ৪০ টাকা স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ জমার মাধ্যমে সোলার হোম সিষ্টেম সরবরাহ করা হচ্ছে।
এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, এর গঙ্গাচড়া জোনাল অফিসের (ডিজিএম) জনাব নুরুজ্জামান বলেন এ প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি মাসে প্রায় ৭ লক্ষ ১৪ হাজার ২ শত ৬৩ (কিলোওয়ার্ট/আওয়ার) বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে করে সরকারের বিদ্যুতের চাহিদা পূরণে সহযোগীতা হবে।