বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় ব্রীজের নীচ খুড়ে ব্রীজ রক্ষার কাজ করছেন ঠিকাদাররা। এ অনিয়মের কাজটি বাস্তবায়ন হচ্ছে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু সংযোগ সড়ক ব্রীজের দুই ধার রক্ষা কাজে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছরের বন্যায় উপজেলার লক্ষিটারী ইউনিয়নের চর ইচলী গ্রাম সংলগ্ন শেখ হাসিনা সেতু সংযোগ সড়ক ব্রীজের দুই ধার ভেঙ্গে যায়। সেই সাথে ব্রীজের নীচে সৃষ্টি হয় গভীর গর্তের। ব্রীজের ওই গভীর গর্ত বন্ধ ও দুই ধার রক্ষার জন্য জিও ব্যাগে মাটি ভড়াট করে তা ব্রীজের ভাঙ্গা ধারসহ গর্তে ফেলানো হচ্ছে। এ কাজটি করছেন মেসার্স কামাল এসোসিয়েট গুলশান-ঢাকা। তারা ব্রীজের দূরবর্তী থেকে মাটি না এনে ব্রীজের নীচ খুড়েই কাজটি বাস্তবায়ন করছেন। ব্রীজের নীচ খুড়ার ফলে ওই স্থানে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। এতে ব্রীজটি রক্ষার পরিবর্তে আসন্ন বন্যায় ভেঙ্গে যেতে পারে বলে ওই এলাকার বাসিন্দা তছলিম, লুলু, সিরাজুল সাংবাদিকদের জানান।
এ বিষয়ে মেসার্স কামাল এসোসিয়েট এর প্রতিনিধি আবু তালেব মিলু বলেন, প্রকল্পটি এখনো অনুমোদন হয়নি। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি অনুমোদনের জন্য ঢাকায় পাঠিয়েছে। বর্ষাকালে এ কাজ করা যাবে না তাই লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের লিখিত নির্দেশে আমরা কাজ করছি এবং কাজটি নিয়ম মাফিক হচ্ছে।
এ বিষয়ে লক্ষিটারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, ব্রীজের নীচ খুড়লে ব্রীজটি দূর্বল হয়ে আসন্ন বন্যায় ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে নিয়ম মাফিক কাজ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।