বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
ফেনির সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যন্ত রানী রায়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংগঠণিক সম্পাদক সাংবাদিক নির্মল রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক মেম্বার, আশেকুজ্জামান লিটন, ওয়াকার্স পার্টির গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, জাসদ গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল মালেক, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ এর সাবেক সভাপতি খাদেমুল ইসলাম ইমন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার সরকার প্রমুখ।