বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর বাঁধ সংস্কার কাজে ১টি বাড়ি রক্ষায় ৩ লক্ষ টাকা রফা-দফার অভিযোগ উঠেছে সংস্কার কাজ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংস্কার কাজের জন্য পানি উন্নয়ন বোর্ড রংপুর বাঁধের দুই পাশে খাস জমিতে থাকা নদী ভাঙ্গনের শিকার পরিবারগুলোর বসতবাড়ি উচ্ছেদ করে। উচ্ছেদকৃত পরিবারগুলোর প্রায় সকলেই ভূমিহীন। বাঁধের দুই পাশে খাস জমিতে থাকা সকল ভূমিহীনরা উচ্ছেদ হলেও উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গাটুপাড়ায় ২ জন প্রভাবশালী ব্যক্তির পাঁকা বাড়ি রয়েছে বহাল তবিয়তে। বাড়ি দুটির মালিক ওই গ্রামের মৃত তনে মামুদের ছেলে একরামুল হক ও নজিমুল হক। বাড়িটি থাকার কারনে উচ্ছেদ হওয়া ভূমিহীনরা একজোট হয়ে বাঁধ সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন। উচ্ছেদ হওয়া ওই গ্রামের ভূমিহীন দুলু, মঞ্জুম, মোজাম্মেল, শিউলি সাংবাদিকদের বলেন পানি উন্নয়ন বোর্ড আমাদের কাকুতী মিনতী উপেক্ষা করে ঘর বাড়ি স্কাভেটার মেশিন দিয়ে ভেঙ্গে দিয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা ঠিকাদারের লোকজনের সাথে যোগসাযোশ করে পাঁকা বাড়িটি না ভাঙ্গার শর্তে ওই বাড়ির মালিকদ্বয়ের সাথে ৩ লক্ষ টাকা চুক্তি করেন। ইতি মধ্যেই তারা ২ লক্ষ টাকা গ্রহণ করেছেন। যা এ এলাকার সবারই জানা। তাই বাড়ি দুটি না ভাঙ্গা পর্যন্ত আমরা কাজ করতে দেবোনা।
এ বিষয়ে ওই কাজের সাব ঠিকাদার রাসেল জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশে বাড়ি দুটি ভাঙ্গা হয়নি। তারা আদেশ দিলে অবশ্যই ভাঙ্গব। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এছাড়াও তিনি বাড়ি দুটি উচ্ছেদ করতে স্থানীয় লোকজনসহ আইন শৃংঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেন।