বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় জমি আছে ঘর নাই প্রকল্পের ঘর খাস জমিতে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় জমি আছে ঘর নাই প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গরীব ও দুঃস্থ যার জমি আছে ঘর নাই তাকে এ প্রকল্পের ঘর বরাদ্দ দেয়ার কথা থাকলেও দুই জন পাঁকা বাড়ির মালিককে খাস জমিতে এ ঘর বরাদ্দ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গাটু পাড়ার বাসিন্দা মৃত তনে মামুদের ছেলে নজিমুল হক ও একরামুল হক। তারা দীর্ঘদিন থেকে তিস্তা প্রতিরক্ষা বাঁধের খাস জমিতে পাঁকা ঘর তুলে বসবাস করছেন। খাস জমিতে হওয়ায় ওই পাঁকা ঘরগুলো কয়েকদিন আগে উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। তাদের দু ভাইয়ের পাঁকা বাড়ি থাকলেও ওই খাস জমিতেই দেয়া হয়েছে জমি আছে ঘর নাই প্রকল্পের ঘর বরাদ্দ। ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হওয়ায় এ প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে প্রকৃত জমির মালিক হত দরিদ্ররা। এসব দুর্নীতি অনিয়ম উল্লেখ করে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন ওই গ্রামের তোফাজ্জল হোসেন মন্টু।

এ বিষয়ে ইউ.পি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব বলেন, আমি তালিকা দিয়েছি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা তদন্ত করেই ঘর বরাদ্দ দিয়েছে এবং ঘর দেয়ার আগে তাদের পাঁকা ঘর ছিলোনা বলেও তিনি দাবি করেন। প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন সংশ্লিষ্ট ভূমি অফিস জমির কাগজ দেয়ায় আমরা ঘর বরাদ্দ দিয়েছি।

আলমবিদিতর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঘর প্রাপ্ত দুজন জমির যে কাগজ দিয়েছে তা তাদের মালিকানাধীন। কিন্তু পরে তারা খাস জমিতে ঘর বরাদ্দ নিয়েছে কিনা তা আমার জানা নাই। ওই এলাকার বঞ্চিত প্রকৃত হত দরিদ্ররাসহ অভিযোগকারী তোফাজ্জল হোসেন মন্টু, দুর্নীতি অনিয়মের বিষয়টি তদন্ত করে জড়িতদের শাস্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com