বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের খাস জমিতে থাকা ২ প্রভাবশালীর পাঁকা বাড়ি অবশেষে উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড।
বাড়ির মালিকদ্বয় পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে রোববার ওই বাড়ির অর্ধেকাংশ নিজেই ভেঙ্গে ফেলেন। তবে বাড়ির অর্ধেকাংশ নয় পুরো বাড়ি দুটি উচ্ছেদ করার জন্য এলাকাবাসী দাবী জানান।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংস্কার কাজ গত ৪-৫ মাস আগে শুরু হয়। এ কাজের লক্ষে পানি উন্নয়ন বোর্ড বাঁধের দুই পাশের্^ খাস জমিতে থাকা নদী ভাঙ্গনের শিকার ভূমিহীন পরিবার গুলোর বসতবাড়ি উচ্ছেদ করে। ভূমিহীনদের বাড়ি উচ্ছেদ হলেও উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান গাটুপাড়ার মৃত তনে মামুদের ছেলে একরামুল হক ও নাজিমুল হক বাঁধের খাস জমিতে থাকা তাদের পাঁকা বাড়ি উচ্ছেদ না করতে নানা কৌশল অবলম্বন করে। এলাকাবাসীর দাবি বাড়ি দুটি রক্ষার্থে মালিকদ্বয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধির সাথে ৩ লক্ষ টাকা রফাদফা করে। এ ঘটনায় উচ্ছেদ হওয়া ভূমিহীনরা একজোট হয়ে পাঁকা বাড়ি দুটি উচ্ছেদ না করা পর্যন্ত সংস্কার কাজ বন্ধ করে দেয়।
এ অনিয়ম উল্লেখ করে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হলে ঘটনাস্থল সরেজমিন তদন্ত করেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা। তারা বাড়ি দুটি সরিয়ে নেয়ার জন্য ৫ দিনের সময় সীমা বেধে দেন মালিকদ্বয়কে। এ সময়ের মধ্যে রোববার বাড়ির মালিকদ্বয় নিজেই তাদের বাড়ির অর্ধেকাংশ সরিয়ে নিলেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন অর্ধেক নয় পুরো বাড়ি দুটি মালিকদ্বয় নিজে না সরালে আমরা দ্রুতই উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করবো।