বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় খাদ্যে ভেজাল থাকায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::

রংপুরের গঙ্গাচড়ায় খাদ্যে ভেজাল ও হোটেল অপরিছন্ন থাকার কারনে দুই হোটেলসহ ১ মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম ও উপজেলা ভূমি কর্মকর্তা নাইম হাসান খাঁন এর নেতৃত্বে গঙ্গাচড়া বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।

এ সময় বাজারের পারুল হোটেলকে ১ হাজার টাকা, নাইম হোটেলকে ২ হাজার টাকা ও প্রিয়াঙ্কা সুইটস মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করায় এ উপজেলার বাসীন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম সাংবাদিকদের বলেন এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com