শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকরা কাজ শেষ হওয়ার ২২ দিন পেরিয়ে গেলেও মজুরী পায়নি। এ অবস্থায় চরম কষ্টে দিনাতিপাত করছে শ্রমিকরা।
জানা যায়, সরকারের গৃহীত কর্মসূচীর আওতায় অতিদরিদ্রের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৪০ দিনের মাটি কাটার প্রকল্প গ্রহণ করে। অতিদরিদ্রদের জন্য আত্মকর্মসংস্থান(কর্মসৃজন) কর্মসূচীর আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে উপজেলার ৯ ইউনিয়নে ৪ হাজার ১৯৯ জন শ্রমিক কাজ করেছে।
বিভিন্ন ইউনিয়নে শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, গত নভেম্বর মাসের ৩ তারিখে কাজ শুরু হয় এবং ১ জানুয়ারী কাজ শেষ হয়। অন্য ৮ ইউনিয়নের শ্রমিকরা ২১ দিনের এবং গজঘন্টা ইউনিয়নের ৪২২ জন শ্রমিক কাজ শেষ হওয়ার ২ মাস গত হলেও তারা একটি টাকাও মজুরী পায়নি। অভাব অনটনের মাঝেও অনেকে ধার-দেনা করে দিনাতিপাত করছে। নিয়ম অনুযায়ী শ্রমিকরা প্রতি কর্মদিবসে ২০০ টাকা করে মজুরী পাবে। গজঘন্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঝর্না বেগম বিল না পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিভিন্ন সমস্যার কারনে বিল পেতে দেরি হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ ব্যাপারে তিনি কিছু বিল বাকি থাকার কথা স্বীকার করে বলেন, বিল দিতে দেরি এবং গজঘন্টা ইউনিয়নে অনুমোদন বিহীন শ্রমিকের তালিকা প্রদান করায় ইউ.পি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকার কারনে বিল দিতে দেরী হচ্ছে।