বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
পূর্ণ রায় রিপন, গঙ্গাচড়া (রংপুর) থেকে::
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই না থাকলেও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের লড়াই জমে উঠেছে। প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনে জমজমাট প্রচারণা। এ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মিলে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে ২ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে নানা বাক্যের বিশ্লেষনে মাইকিং চালিয়ে যাচ্ছেন উপজেলার পাড়া মহল্লায় ও গ্রামের পথে পথে। সেই সাথে স্থানীয় বাজারগুলোতে ঝুলছে পোস্টার। একই সঙ্গে প্রার্থীরা তাদের সমর্থক নেতা-কর্মীরা মিলে ভোটারদের সঙ্গে গণসংযোগ ও ঘরোয়া বৈঠক করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। পুরুষ ভাইস চেয়ারম্যানে সাজু মিয়া (লাল সাংবাদিক) উড়োজাহাজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিয়ার রহমান স্বপন পালকি, মজিবুল ইসলাম টিয়া পাখি, রফিকুল ইসলাম নলকূপ, আশরাফুল ইসলাম হাতুড়ি, নিখিল চন্দ্র সরকার, মাইক, প্রতাব কুমার রায় তালা, মতিউল ইসলাম বাল্ব, কাঞ্চন সরকার আইসক্রিম ও খায়রুল আলম বাবু বই প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যানে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ক্ষ্যান্ত রানী রায় বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান), পারুল বেগম ক্যামেরা, পারভীন বেগম পদ্মফুল, মারুফা জামান প্রজাপতি, পিঞ্জিরা বেগম হাঁস, মোতমাইন্না বেগম সেলাই মেশিন, রাবেয়া বেগম কলস ও হোসনে আরা ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন।
তবে প্রচারণা ও জনপ্রিয়তায় এগিয়ে আছেন ক্ষ্যান্ত রানী রায়। তিনি উপজেলায় সাবেক ভাইস চেয়ারম্যান থাকাকালে এবং বিভিন্ন নারী সংগঠনের দায়িত্ব পালন করায় গোটা উপজেলায় তার পরিচিতি বেশি। এ উপজেলায় তিনি ভোটারদের কাছে সুপরিচিতি হওয়া ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণসহ সার্বক্ষণিক সাধারণ জনগণের পাশে থাকায় ভোটের মাঠে ক্ষ্যান্ত রানী এগিয়ে।