শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অডিটরিয়াম কাম মাল্টি পারপাস হলরুম দ্বিতল নির্মাণ কাজের পরিদর্শন ও দিক নির্দেশনা মূলক পরামর্শ দিচ্ছেন রংপুরের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন।
পরিদর্শনকালে তিনি বলেন, অডিটরিয়াম কাম মাল্টি পারপাস হলরুম নির্মাণ কাজের এ পর্যন্ত ৪০% কাজ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রকৌশলী কাওসার আলম, উপজেলা প্রকৌশলী এ.জেড.এম আহসান উল্লাহ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রংপুর জেলা সভাপতি ও প্রতিদিনের সংবাদ পত্রিকাটির ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল, মেসার্স খায়রুল কবীর কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী খায়রুল কবীর রানা, মেসার্স রাঙ্গা কনস্ট্রাকশনের সত্ত¡াধিকারী আব্দুর রব রাঙ্গা, সহকারী প্রকৌশলী ইব্রাহীম, মাসুদার রহমান প্রমুখ।
এ উপজেলা বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ কোটি ৯৮ লক্ষ ৩ হাজার ৯ শত ৭৬ টাকা ব্যয়ে গঙ্গাচড়া অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের দ্বিতল ভবন নির্মাণ হচ্ছে।