বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি::
রংপুরের গঙ্গাচড়ায় “ড্রাইভার হোক অভিজ্ঞ, পথচারী হোক সচেতন, সকলের সমন্বয়ে হোক সড়ক দূর্ঘটনার অবসান” এ শ্লোগানে সড়ক দূর্ঘটনা রোধে পুরো উপজেলায় প্রচারণা চালাচ্ছেন গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল সুমন।
প্রচারণার অংশ হিসেবে সুমন বুধবার সকালে উপজেলার রংপুর টু গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু যাতায়াতের রাস্তার পাশে গজঘন্টা ইউনিয়নে অবিস্থত তালুকহাবু উচ্চ বিদ্যালয়, তালুক হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোলকোন্দ ইউনিয়নের তাকিয়া শরীফ সিনিয়র আলিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সড়ক দূর্ঘটনা রোধে প্রচারনাসহ দূর্ঘটনা রোধে করণীয় শীর্ষক তার লেখা লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার এসআই আমজাদুর রহমান, সাংবাদিক নির্মল রায় প্রমূখ।