শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
খুলনা প্রতিনিধিঃ খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে আজ মঙ্গলবার (২২ জুন) থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। যা চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। লকডাউন চলাকালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৪ ঘণ্টা চলবে লেনদেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে লেনদেন কার্যক্রম পরিচালনা করতে পারবে এসব প্রতিষ্ঠান। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত সংশোধিত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জারি করা বিধিনিষেধ খুলনা জেলা ও মহানগরের সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২২ জুন) থেকে ২৮ জুন পর্যন্ত সব ধরনের দোকানপাট, শপিংমল ও কোচিং সেন্টারসমূহ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকবে।
উক্ত সময়ের মধ্যে হোটেল-রেস্তোরাগুলো পার্সেল আকারে খাবার সরবরাহ করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে।
পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। সরকারি জরুরি সেবা (আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, রাজস্ব) ব্যতীত সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলার অভ্যন্তরে সব ধরনের সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। খুলনা রেলওয়ে স্টেশনে ট্রেনের আগমন ও বহিরাগমন বন্ধ থাকবে। ইজিবাইক, থ্রি-হুইলারসহ যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
প্রসঙ্গত, খুলনায় করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। বেড়েছে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ২১১ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৪ জন।