বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

খুলনায় বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

খুলনা প্রতিনিধিঃ খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাতে খুলনা সদর থানার এসআই আলামিন ও আবু সাদেক বাদী হয়ে এ দুইটি মামলা দায়ের করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, অনুমতি ছাড়া বিএনপি নেতারা সমাবেশের জন্য সকাল থেকে সংগঠনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা না সরে পুলিশের ওপর আক্রমণ চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হন। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক বিএনপির ৭ নেতাকর্মীকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করে বলেন, খুলনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে তিনিসহ ৭১ নেতাকর্মী আহত হয়েছেন। একইসঙ্গে দলের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com