বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
খুলনা প্রতিনিধিঃ খুলনায় পাটকলের বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে থালাবাসন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর পিপলস গোল চত্বরে শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি কর্মসূচিটির আয়োজন করেছে।
শ্রমিক নেতা নূর ইসলাম বলেন, ২০২০ সালের ২ জুলাই পাটকল বন্ধের পর থেকে শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। অন্য পাটকলের শ্রমিকরা অবসায়নের অর্থ পেলেও সেটা ভাগ্যে জোটেনি খালিশপুর, দৌলতপুর জুটমিলসহ দৈনিক মজুরি ভিত্তিক পাঁচটি পাটকলের শ্রমিকদের। আর্থিক সংকটে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে রয়েছেন তারা।
অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লোকসানের অজুহাত দেখিয়ে রাতের অন্ধকারে ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া হয়। পাট খাতে লোকসান করে সরকার। আর চুরি-দুর্নীতি-লুটপাট করেন আমলা-মন্ত্রীরা। অথচ পাটকল বন্ধের পর থেকে শ্রমিকরা কর্মহীন হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। তাদের পেটে ভাত নেই। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে শ্রমিক-কৃষকসহ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সিন্ডিকেট তৈরি করে জনগণের পকেট কাটা হচ্ছে। অনতিবিলম্বে পাটকলগুলো পুনরায় রাষ্ট্রীয়ভাবে চালু করার দাবি জানিয়েছেন বক্তারা।
একইসঙ্গে চাকরিহারা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন অনুযায়ী প্রাপ্য বেতন, বকেয়া ছয়টি বিলসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন কারখানা কমিটির সভাপতি মো. মনির হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নূর মোহাম্মদ।
এ সময় বক্তব্য রাখেন- পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী, দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন, যশোর-খুলনা আঞ্চলিক বদলি কমিটির আহ্বায়ক মো. ইলিয়াস হোসেন, সদস্য সচিব আবদুর রাজ্জাক তালুকদার, শ্রমিক নেতা মো. নূরুল ইসলাম, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।