মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
এস.এম. সাঈদুর রহমান সোহেল, খুলনা ব্যুরো::
বন্ধ ঘোষিত খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি বাবদ মোট ৪৩ কোটি ৫১ লাখ ৫৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে জুন মাসের এক সপ্তাহ এবং নোটিশ মেয়াদের ৩০ দিনের মজুরি রয়েছে।
শ্রমিকদের নিজ নিজ ব্যাংক হিসাবে সোমবার (২৭ জুলাই) বিকেলে এ অর্থ প্রদান করা হয়।
পাটকলগুলোর সূত্র জানান, খুলনার আটটি পাটকলের জুন মাসের এক সপ্তাহের মজুরি বাবদ ১২ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে কার্পেটিং জুট মিলের ১২ লাখ ২৫ হাজার টাকা, ইস্টার্ণ জুট মিলে ৩৬ লাখ ৩২ হাজার টাকা, জেজেআই জুট মিলের ৪১ লাখ ২ হাজার টাকা, ক্রিসেন্ট জুট মিলের ৮৫ লাখ ৫২ হাজার টাকা, প্লাটিনাম জুট মিলে ৯৫ লাখ ৭৫ হাজার টাকা, স্টার জুট মিলে ৭৮ লাখ ৬২ হাজার টাকা, খালিশপুর জুট মিলে ৮৫ লাখ টাকা, দৌলতপুর জুট মিলে ১০ লাখ ৮৫ হাজার টাকা। তবে, মালিকানা জটিলতার কারণে আলীম জুট মিলের অর্থ বরাদ্দ হয়নি।
অপরদিকে, আলীম, খালিশপুর ও দৌলতপুর জুট মিল ছাড়া বাকী ৬টি পাটকলে নোটিশ মেয়াদের ৩০ দিনের অর্থ বাবদ শ্রমিকদের ৩১ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্লাটিনাম জুট মিলের ৩ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা, ক্রিসেন্ট জুট মিলের ৩ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার টাকা, স্টার জুট মিলের ২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকা, ইস্টার্ণ জুট মিলের ১ কোটি ১০ লাখ টাকা, কার্পেটিং জুট মিলের ৪০ লাখ ৮৬ হাজার টাকা ও জেজেআই জুট মিলের ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা রয়েছে।
বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়কারী (চলতি দায়িত্বে) ও প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মোঃ গোলাম রব্বানী বলেন, খুলনা অঞ্চলের ৮টি জুট মিলের জুন মাসের এক সপ্তাহের চারদিনের মজুরি এবং নোটিশ মেয়াদের ৩০ দিনের মজুরির টাকা শ্রমিকদের ব্যাংক হিসাবে প্রদান করা হয়েছে। ঈদের আগে মজুরি পেয়ে শ্রমিকরা শান্ত হয়েছে।