শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

খুলনায বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এর আগে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়। এ সময়ে ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে সকালে খুলনা জেলায় তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিন ও বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

তিন হাসপাতালে মৃতরা হলেন- রামপালের লাবনী আক্তার (৪২),খুলনার মনি খন্দকার (৪০), বাগেরহাটের ফারুক আহমেদ (৭০), যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫), খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬), মহসিন রোডের জহুরুল হক (৭৪)। যশোরের নওয়াপাড়ার আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের মরিয়ম বেগম (৭০), নড়াইলের আব্দুল বারি (৬৩) ও জিয়াউর রহমান (৩৮)।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ হাসপাতালের ইয়েলো জোনে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com