সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ নারী ক্রিকিট দল আবারো ব্যাটিং ব্যর্থতায় হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। এনিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানার দল।
শনিবার (১ ফেব্রুয়ারী) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ বোলারদের তোপে বাংলাদেশের কোনো ব্যাটারই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ রান করে আউট হন অধিনায়ক নিগার। এছাড়া ওপেনার দিলারা আক্তার ২১ রান করেন। ক্যরিবীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট পান জান্নাইলিয়া গ্লাসগো।
জবাবে ব্যাট করতে নেমে শাবিকা গাজনবীর অপরাজিত ২৭ ও গ্লাসগোর ২৫ রানে ভর করে জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।