রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

কোপা আমেরিকা জিতে রেকর্ড গড়ল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: কোপা আমেরিকায় ব্রাজিলের নারীদের ধারে কাছেও কেউ নেই। এ পর্যন্ত আট আসরের সাতটিতেই জিতেছে শিরোপা। এখানেই শেষ নয়, এ পর্যন্ত যত কোপা আমেরিকা হয়েছে, তার সবকটিতেই খেলেছে ফাইনাল। খেলেছে এবারও। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ‘রুটিন’ কোপা আমেরিকা জিতেছে দলটি। উঁচিয়ে ধরেছে কোপা আমেরিকার শিরোপাটা। তাতে নিজেদের সবচেয়ে বেশি কোপা জেতার রেকর্ডটাই আরও একটু বিস্তৃত করলেন দেবিনহারা।

আজ রোববার বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই বলের দখলে রাজত্ব ছিল সেলেসাওদের। তবে প্রতি আক্রমণে কলম্বিয়াও কম পরীক্ষা নেয়নি ব্রাজিলের। গোলমুখে ব্রাজিলের চেয়ে বেশি শট ছিল তাদেরই। তবে কাজের কাজটা ব্রাজিলই সেরেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দেবিনহার পা থেকে এসেছে গোলটি। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তা থেকে গোল করেই সফরকারীদের উল্লাসে ভাসান দেবিনহা।

সেই এক গোলের লিড ব্রাজিল ধরে রেখেছে পরের অর্ধেও। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে সেলেসাও শিবির। রেকর্ড অষ্টম শিরোপা যে জেতা হয়ে গেছে দলের।

এর আগে ফাইনালিস্ট ব্রাজিল এবং কলম্বিয়া দুই দলই দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব। নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া আর প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে আসে ব্রাজিল। শেষ হাসিটাও হাসল তারাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com