মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

কোপায় ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা

জনপ্রিয় পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক:: আগামী রবিবার (১৪ জুলাই) ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের কোপা আমেরিকা আসরের। সেখানে মুখোমুখি হবে কলম্বিয়া এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চমকপ্রদ খবর হলো, এই ম্যাচের বিরতিতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় পপ তারকা শাকিরা।

এই গায়িকার জন্মস্থান কলম্বিয়া। কোপার ফাইনালে তার দেশ লড়াই করবে লিওনেল মেসিদের সঙ্গে। সেখানে পারফর্ম করবেন ভেবে খুবই উদ্বেলিত শাকিরা। সে কথা সংবাদমাধ্যমকে জানিয়েও দিয়েছেন।

লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, রবিবার রাত ৮টায় আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচের মধ্যবিরতিতে গান গাইবেন শাকিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে প্রায় ৫৪ হাজার দর্শক উপস্থিত থাকবেন।

কনমেলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, ‘শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা। যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো সারা বিশ্বে গাওয়া হয় এবং তিনি সবাইকে নাচের তালে মাতিয়ে রাখেন। যা লাখ লাখ মানুষ উপভোগ করেন। আমরা নিশ্চিত, কোপার আসরে তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।’

২০১০ সালে দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্ব সংগীতের জগতে আলোড়ন সৃষ্টি করেন শাকিরা। সে সময় ৮ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে, যার মধ্যে ‘হিপস ডোন্ট লাই’র মত হিট অ্যালবামও ছিল। এবার প্রথমবারের মাতাবেন কোপার মঞ্চ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com