বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন

কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:: কারাগারের নিরাপত্তা, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ দ্রব্য প্রবেশরোধে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ ও কাশিমপুর কারা কমপ্লেক্সে ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে।

কারাগার সংস্কারের অংশ হিসেবে শনিবার থেকে প্রাথমিক পর্যায়ে এই দুই কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন করা হলো।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কারাগারের নিরাপত্তা, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ দ্রব্য প্রবেশ রোধকল্পে কারাগারের সংস্কারের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারা কমপ্লেক্সে গত ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে।

তিনি জানান, কারাগারে আগত বন্দি, দর্শনার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে, আরপি গেইটে ও মেইন ফটকে এ ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রমে নিয়োজিত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য কারাগারে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সার্বিক কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com