শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

কেরানীগঞ্জে দামের মুল্য না থাকায় ৪ দোকানীকে জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : রমযানে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে শুক্রবার (২২ মার্চ) অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় দামের মুল্য তালিকা টানানো না থাকায় জিনজিরা বাজরের এক মুদী দোকানী, ২ টি মুরগীর দোকান ও একটি গরুর মাংসের দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) রাজস্ব সার্কেল দক্ষিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন নাজির মজিবর জয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন বলেন, মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com