শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::
বান্দরবান জেলা শহর হাট-বাজারে স্থানীয় সাধারণে উপচে পড়া ভীড় দেখা গেছে। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। অনেকের নেই মাস্ক। শহরের রাজার মাঠে কাচাঁবাজার, মাছ-মাংসের দোকানে ক্রেতা-বিক্রেতা কেউ মানেনি সামাজিক ও শারীরিক দূরত্বের বিষয়টি। স্থানীয় অনেকে দেখা গেছে জমায়েত হয়ে মাছ, মাংস ক্রয় করতে।
এদিকে লকডাউন ঘোষনার পর বান্দরবানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। লকডাউনের ১২তম দিনে বান্দরবান জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৮২ জনে। যার মধ্যে খোদ জেলা সদরের ১২৭জন।
জানা গেছে, দ্রুত করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধে গত ১০ জুন দুপুর ১২টার পর বান্দরবানে লকডাউন কার্যক্রম শুরু করে প্রশাসন। এই লকডাউন ঘোষনার আগের দিন ৯ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৭৩জন। যা দেশে করোনা সংক্রমন শুরু হওয়ার তিন মাসে বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা। কিন্তু লকডাউন ঘোষনা করার পর ১২তম দিনে বান্দরবানে করোনা আক্রান্ত হয়েছে ১০৯জন। যা লকডাউন ঘোষনার পর সে সংখ্যা দাঁড়িয়েছে দ্বিগুনে। এছাড়াও স্থানীয় ও স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী দেখা গেছে লকডাউনের পর থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ জন করে করোনায় আক্রান্ত হয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে।