রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

কুস্তিতে সেনাবাহিনী-আনসার চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ‘ওয়ালটন ১১তম জাতীয় সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২২’-এর আজ রবিবার উদ্বোধন হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান।

এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সার্ভিসেস কুস্তির পুরুষ বিভাগে আনসার ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। সোমবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শেষ হওয়া তিন দিনব্যাপী টুর্নামেন্টের পুরুষ বিভাগে আনসার পাঁচটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতে সেরা হয়। এই বিভাগে রানার্সআপ সেনাবাহিনী জিতেছে তিনটি স্বর্ণ, পাঁচটি রুপা ও একটি ব্রোঞ্জ। অন্যদিকে নারী বিভাগে ছয়টি স্বর্ণ ও তিনটি রুপা জিতে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী।

রানার্সআপ আনসার জেতে চারটি স্বর্ণ ও ছয়টি রুপা। খেলা শেষে বিজয়ীতে হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com