বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসির ৭৫ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন

অনলাইন ডেস্ক ॥
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ এর মধ্যে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেছেন। এর মধ্যে গণিতে সবচেয়ে বেশি। গণিতে ১২ হাজার ১৭২টি আবেদন জমা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষার নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে আগামী ১১ জুন ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ মে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com