বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে কলেজছাত্রের হাতে স্কুলছাত্র খুন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে কলেজছাত্রের ছুরিকাঘাতে জয় (১৬) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের হারুয়া এলাকার কলেজ-ফিসারি লিংক রোডে এ ঘটনা ঘটে।নিহত স্কুল ছাত্র জয় শহরের হারুয়া মানিক ফকির গলির জয়নাল আবেদীনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত ফাহিম (২০) একই গলির বকুল ওরফে আদম বেপারীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার কলেজ মোড় এলাকা থেকে ফাহিমের একটি মোবাইল ফোন জয় নিয়ে যায়। পরে ফাহিম তার মোবাইলটি জয়ের কাছে ফেরত চাইলে সেটা দিতে অস্বীকৃতি জানায় জয়।

বৃহস্পতিবার বিকেলে ফাহিম তার মোবাইল ফোনটা জয়ের কাছ থেকে আনার জন্য তাদের বাসায় গেলেও জয় মোবাইলটা ফেরত দেয় না।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ-ফিসারি লিংক রোড এলাকায় জয়কে পেয়ে ফাহিম তার মোবাইলটা আবারো ফেরত চায়। তখন এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহিম তার সাথে থাকা ছোরা দিয়ে জয়ের পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এতে জয়ের পেটের ভুরি বের হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে।

পথচারী ও স্থানীয়রা জয়কে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জয়ের মৃত্যুর খবরের পর জয়ের পক্ষের লোকজন রাতে হারুয়া মানিক ফকিরের গলির ফাহিম নামে ওই যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ফাহিমকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com