শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিরহাটের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় তানভীন হাসান (১৯) নামে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

‎শুক্রবার (২৯আগস্ট) দুপুরের দিকে উপজেলার লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কে কাকিনা ইউনিয়নের জেলে পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত তানভীন হাসান কাকিনা ইউনিয়নের কাইম রুদ্রেশ্বর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি স্থানীয় কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক কাকিনার জেলে পাড়া এলাকায় পৌছেলে কাকিনা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়া তানভীর হাসানের মোটরসাইকেলটিকে স্বজোড়ে ধাক্কা মারে। এ সময় তানভীর হাসান মোটরসাইকেলসহ মহাসড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী দুর্ঘটনা সততা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com