শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটেরসৃষ্টিহয়েছে। এতে ভোগান্তিতেপড়েছেসাধারণযাত্রীরা।

পুলিশ ও যাত্রী সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত থেকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেযানজটের সৃষ্টি হয়েছে।এ যানজটের কারণে সময়মতো যাত্রীরা গন্তব্য স্থলে পৌঁছেনা পারায় ভোগান্তিতে পড়েছেন। চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে লেগে আছে যানজট। চার লেনের কাজ প্রসস্থকরণ ও ওভার টেকিং এ দীর্ঘযান জট সৃষ্টি হয়েছে।

ট্রাক ড্রাই ভার জাকির হোসেন জানান, আধাঘণ্টার রাস্তা দুই ঘন্টায় আমরা চন্দ্রা এসেছি।

সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, রাস্তায় সংস্কার কাজের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় ওভার টেকিং এর কারণে যানজট সৃষ্টিহয়েছে। যানজট নিরসনে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com