বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

কালিয়ায় ভাঙ্গনের কবলে চর-মধুপুর গ্রাম

কালিয়ায় ভাঙ্গনের কবলে চর-মধুপুর গ্রাম

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: বর্ষা মৌসুম এলেই নড়াইলের কালিয়ার ব্যাপক এলাকা জুড়ে শুরু হয় মধুমতি নদীর ভাঙ্গন। উপজেলার মধুপুর গ্রামে নদীর লাগাতার ভাঙ্গনে ওই এলাকার ঘর-বাড়ি ও আবাদি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন কবলিত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছেন।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপের মাধ্যমে ভাঙ্গনরোধে স্থায়ী সমাধান দাবি করেছেন।

উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর-মধুপুর গ্রামে দীর্ঘদিন ধরে নদীর ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। অতি সম্প্রতি অনেকের ঘর-বাড়ি, ফসলি জমি ও ভিটে-মাটি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তবে নড়াইলের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সায়েম রাশেদসহ একদল প্রতিনিধি ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন।

প্রকৌশলী সায়েম রাশেদ জনান, নদীর প্রবাহ, গভীরতা ও ভাঙ্গনের গতি প্রকৃতি বিশ্লেষন করে জরিপ করা হচ্ছে। জরিপের প্রতিবেদন জমা দেয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com