বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা, নিন্দার ঝড়

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর অতর্কিত হামলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বড়দিয়া কলেজের তিনমাথা মোড়ে মোটর সাইকেলযোগে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলার করে। রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে এক জরুরী সভায় এ হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেন।
এসময় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সরেজমিন জানা যায়, উপজেলার বড়দিয়া বাজার থেকে রাত পৌঁনে ১০টার দিকে পেশাগত কাজ শেরে প্রতিথযশা জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলাম মোটরসাইকেল যোগে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজের সামনে তিন মহনা মোড়ের একটু সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তাঁর ওপর হামলা করে। স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নড়াইল জেলা ব্যাপী সাংবাদিক মহল, বিভিন্ন পেশাজীবি সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কালিয়া প্রেসক্লবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয়, মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার আহব্বান জানিয়েছেন। অন্যথায় এরপর কঠিন কর্মসূচী দেয়া হবে।

এ বিষয় নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com