বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

কালিয়ায় জনদুর্ভোগ এড়াতে এলাকাবাসীর মানববন্ধন

কালিয়ায় জনদুর্ভোগ এড়াতে এলাকাবাসীর মানববন্ধন

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় জনদুর্ভোগ এড়াতে বড়দিয়া-নড়াগাতী-গোপালগঞ্জ সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় শত শত মানুষের উপস্থিতিতে উপজেলার খাশিয়াল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই বছর যাবত এ রাস্তা সংস্কারের নামে মাটি খুঁড়ে ফেলায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। দ্রুত রাস্তা সংস্কার কাজ বাস্তবায়ন না হলে রোডস এন্ড হাইওয়ের জেলা অফিস ঘেরাও করার ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ জানান, রাস্তাটি আগে এলজিইডিতে ছিল পরবর্তীতে রোডস এন্ড হাইওয়ে নিয়ে টেন্ডার করেন। নড়াইলের ওহিদ নামে এক আ.লীগ নেতা (ঠিকাদার) ৫ কিঃ মিঃ রাস্তা সংস্কারের কাজ পান। কিন্তু ওই ঠিকাদার ৭ কিঃমিঃ রাস্তা খুড়ে ফেলেন। আ.লীগ সরকার পতনের পর তিনি কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছেন। এলাকায় অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যেতে হচ্ছে।

অপরদিকে, ব্যবসায়ী মহল ও সাধারণ যাত্রীরা যানবাহনে ওই সড়ক পথে জীবনের ঝুঁকি নিয়েও যাতায়াত করছেন। এ রাস্তা দিয়ে প্রতিদিন বড়দিয়া ফেরিঘাট পার হয়ে বড়দিয়া-নড়াগাতী-গোপালগঞ্জ-ঢাকা প্রচুর যানবহন চলাচল করে থাকেন। কিন্তু সড়কের বেহাল দশায় এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। অতিসম্প্রতি প্রবাসীসহ ৩জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলার খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যা পীঠের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, খাশিয়াল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওই স্কুলের সদস্য বিএম কাবির হোসেন, সাবেক মেম্বার জাফর মোল্যা, উদীচী শিল্পী গোষ্ঠী বড়দিয়ায় শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, সরদার আব্দুল করিম, শিমুল মোল্যা তৈয়েবুর রহমান, সোহেল শেখ ও ওবাদুল খন্দকার প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com