বুধবার, ৩০ Jul ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

কালিয়ায় অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার-৪

কালিয়ায় অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার-৪

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: অনলাইন বিভিন্ন পণ্যেও লোভণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অপরদিকে, শত শত পরিবার হচ্ছে নিঃস্ব।

নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর ও যাদবপুর গ্রামে সোমবার (৭ জুলাই) সকাল থেকে ৮ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. শুকুর আলী মুন্সির ছেলে মো. মুসাব্বির মুন্সি সিপাতুল্য (২৮), যাদবপুর গ্রামের শেখ বাহার উদ্দিনের দুই ছেলে মো. নাজমুল হুসাইন (৩১) ও বাপ্পি হাসান ওভি (২৭) এছাড়া একই গ্রামের মো. আফসার মীনার ছেলে মো. রনি মীনা (৪১)।

ভুক্তভোগী আহাদ বলেন, একটা মোটরসাইকেলের জন্য কয়েক দফায় পর্যায়ক্রেম ১ লক্ষ ৯৫ হাজার টাকা তাদের দিয়েছি। গাড়ি দেয়ার কথা বলে আমাকে এক মাস ধরে হয়রানি করছে। আটককৃত ৪ প্রতারকের কঠোর শাস্তি দাবি করি।

এ বিষয় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম বলেন, অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও প্রতারণা সংক্রান্তের মামলায় গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এবং পেইজ গুলোকে টাকা দিয়ে বুস্টিংয়ের মাধ্যমে অধিক মানুষের কাছে তাদের লোভনীয় বিজ্ঞাপন পৌঁঁছে দেয় এবং প্রতারণা করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com