বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

কারাগারের ছাদ ফুটো করে ফাঁসির চার আসামি পালানোর পর গ্রেপ্তার

ফাঁসির চার আসামি পালানোর পর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:: বগুড়ার জেলা কারাগারের ছাদ ফুটো করে পালি‌য়েছি‌লেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি। মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে কারাগারের কনডেম সেল থেকে তারা পালিয়ে যায়। এর পরপরই তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) সকা‌লে এক সংবাদ স‌ম্মেল‌নে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিক‌দের এসব তথ্য জানিয়েছেন।

আসামিরা হ‌লেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু(৬০), নরসিংদির মাধবদী থানার ফজরকান্দি গ্রামের মৃত ইসরাফিলের ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন(৪১), বগুড়ার কাহালু উপজেলার উলট্ট গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩৪) এবং বগুড়া সদরের কুটিরবাড়ি গ্রামের ইসরাইল শেখের ছেলে ফরিদ শেখ (৩০)।

সংবাদ স‌ম্মেল‌নে পুলিশ সুপার বলেন, মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে চার আসামি কারাগারের ছাদ ফুটো করে বের হয়। এরপর আসামিরা বিছানার চাদর ব্যবহার করে দেওয়াল টপকিয়ে কারাগার থে‌কে বেরিয়ে যান। ভোর ৩টা ৫৫ মিনিটে পুলিশের একাধিক টিম সংবাদ পেয়ে শহরে তল্লাশী শুরু করে। ভোর ৪ টা ১০ মিনিটে শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে চারজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পু‌লিশ সুপার এ সময় বলেন, পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর চারজনকে ডিবি কার্যালয়ে আনা হয়। প‌রে কারা কর্তৃপক্ষ তাদেরকে শনাক্ত করে।

পুলিশ সুপার আরও বলেন, ‘কারাগার পরিদর্শন করে দেখা গেছে, তারা চারজন একই সঙ্গে একটি কক্ষে অবস্থান করতো। তারা পরিকল্পিতভাবে ছাদ ফুটো করে পরিধেয় বস্ত্র এবং বিছানার চাদর জোড়া দিয়ে রশি বানিয়ে দেয়াল টপকে পালিয়ে করতোয়া নদী পার হয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com