বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

কাগইল ইউনিয়নে ককটেল বিস্ফোরনের অভিযোগে গাবতলী উপজেলা চেয়ারম্যানকে প্রধান অভিযুক্ত করে মামলা

বগুড়া প্রতিনিধি:  বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শফি আহম্মেদ স্বপনের বসতবাড়ীতে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শফি আহম্মেদ স্বপনের বাদীত্বে দায়েরকৃত মামলায় থানা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাত অনুমান ৮টা ২৫মিনিটে গাবতলীর কাগইল ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপনের বসতবাড়ীতে পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বাড়ীর সবাই ঘরের ভিতরে থাকায় কোন হতাহত হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে মামলায় বলা হয়। এ সময় স্বপনের ঘরের টিভি, ফ্রিজ ও আলমারীর ক্ষতিসাধন হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় গত ৫সেপ্টেম্বর শফি আহম্মেদ স্বপন বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী, কাইগইল ইউপি চেয়ারম্যান তপনসহ ৬২জনের নাম উল্লেখ করে আরও ৪০/৫০জনকে অজ্ঞাত করে বিস্ফোরক দ্রব্য আইনে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ব্যাপারে গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান স্থানীয় সাংবাদিকদের জানান, আমাদেরকে রাজনৈতিকভাবে হয়রানীর করার উদ্দেশ্যেই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরে গাবতলীর পল্লীতে  ৩টি গাভী চুরি
বগুড়া প্রতিনিধিঃ পূর্ব শত্রুতা জেরধরে বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া কৃষ্ণচ›ঁদ্রপুরে মাধুরামপাড়া গ্রামে তপন কুমারের বাড়ী থেকে দিনদুপুরে জোরপূর্বক ৩টি গাভী চুরি করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুর ২টায় কৃষ্ণচ›ঁদ্রপুর গ্রামে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঐ গ্রামের মৃত রনজিৎ কুমার সরকারের পুত্র তপন কুমার সরকার ও তাঁর ছোট ভাই খগেন্দ্রনাথ সরকারের মধ্যে পূর্ব শত্রুতা ও বিরোধ চলে আসচ্ছিল। এর জের ধরে গত রবিবার দুপুর ২টায় খগেন্দ্রনাথ, আরিফুল, ফজল, তাহের’সহ আরো কয়েকজন লোক তপনের বাড়ীতে ঢুকে জোরপূর্বক ৩টি বিদেশী গরু (গাভী) চুরি করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তপনের স্ত্রী রানু বাঁধা দিতে গেলে তারা রানুকে মারপিট করে আহত করা হয়। গাভী ৩টি মূল্যে প্রায় ৩লক্ষ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তপন কুমার বাদী হয়ে খগেন্দ্রনাথ সরকার’কে প্রধান আসামী করে আরিফুল, ফজল, তাহের’কে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রুবেল জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিক্তিতে বিষয়টি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com