রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:২০ অপরাহ্ন

কলাপাড়ায় চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াাখালীর কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আকলিমা বেগম (৬০) নামের চার সন্তানের জননী আত্মহত্যা করেছে।

রবিবার (১২ নভেম্বর) তেগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত আকলীমা বেগম তেগাছিয়া গ্রামের মরহুম আনোয়ার খানের স্ত্রী।

নিহত স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ বছর আগে আকলিমা বেগম’র স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এর পর থেকে স্বামী পরিত্যক্ত বিধবা হয়ে চার কন্যা নিয়ে অনেক কষ্টে জীবন চলে তার। পুত্র সন্তান না থাকায় আকলিমা বেগম’র মেজ মেয়ে লাইজু বেগম প্রবাসে গিয়ে পরিবারের হাল ধরেন। দীর্ঘ ১২ বছরে লাইজু বাকি তিন বোনকে বিবাহ দিয়েছেন এবং মা আকলিমার সংসারের হাল ধরেন। হঠাৎ ১১ নভেম্বর (শনিবার) রাতে বিদেশ ফেরত মেজ মেয়ে লাইজু বেগম’র সাথে টাকা পয়সা নিয়ে নিহত আকলিমার কথা কাটাকাটি হয়। পরে রাতে সবাই ঘুমিয়ে পরলে এক পর্যায় লাইজুর মা আকলীমা বেগম বসতঘরের সামনের একটি জিলাপি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে মেয়ে লাইজু বেগম বাহিরে বের হলে তাঁর মাকে এমন অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকারে স্থানিয়রা আসেন। পরে কলাপাড়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

কলাপাড়া থানার এসআই তাইয়েবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয় জানতে চাইলে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ একুশের কন্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com