মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

কক্সবাজারে বিএনপির বিক্ষোভে কঠোর অবস্থানে পুলিশ

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে সমাবেশ করতে না পারায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে তারা অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে।

জানা যায়, সকালে বিএনপির নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে সমাবেশের চেষ্টা করলে তা হতে দেয়নি পুলিশ। পরে তারা কলাতলী জোনে চলে যায়। সেখান গিয়ে হোটেল লংবীচের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সেটি থেমে থেমে চলতে থাকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও ইশরাক হোসেনসহ অন্যান্য নেতারা।

তবে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ফের বিক্ষোভ করেন। তবে শেষ মুহূর্তে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ ও কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com