সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ও চকরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (১)। তাৎক্ষণিক নিহত বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রোববার দিবাগত রাত থেকে রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণ হচ্ছে। এতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের খাদের নিচে বসবাসকারী আনোয়ার ইসলামের বসতঘরের ওপর মাটিচাপা পড়ে একই পরিবারের ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় মা-মেয়েকে মৃত অবস্থায় এবং গৃহকর্তাকে আহতাবস্থায় উদ্ধার করা হয়।
অপরদিকে, কক্সবাজারের চকরিয়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। ৭ আগস্ট বিকেলে বরইতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।