বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

কক্সবাজারে আ.লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের মহেশখালীতে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহেশখালীর ফকিরজুম বাজারের পাশে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম রুহুল কাদের রুবেল। তিনি কালারমারছড়ার ফকিরজুর গ্রামের মোহাম্মদ আমিনের ছেলে এবং বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের মহেশখালী উপজেলা সভাপতি বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিএনজি করে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত এসে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই এই হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com