বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন

কক্সবাজারের ৭ পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

কক্সবাজার প্রতিনিধি::

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের পর আরও সাত পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার আইজিপি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে গাজীপুর জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলামকে সহকারী পুলিশ সুপার (পিটিসি) নোয়াখালী ও ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে কক্সবাজার জেলার সাত পুলিশ কর্মকর্তার একযোগে বদলির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া সম্প্রতি করোনা মহামারীতে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনের নানা উদ্যোগে তিনি কক্সবাজারের মানুষের মনে স্থান দখল করে নেন।

করোনা মহামারীর সময়ে সাধারণ মানুষের মধ্যে অন্ন-বস্ত্র ও আর্থিক সহযোগিতার জন্য সর্বপ্রথম তিনি উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি তহবিল গঠন করে সব শ্রেণির মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রতিটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনের বদলির বিষয়টি জানাজানি হলে তার কর্মকালীন ভালো কাজগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা আলোচনার ঝড় তোলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com