রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল দেখবেন বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: ক্রিকেটের বড় মঞ্চ বিশ্বকাপে গ্যালারি ঝলমলে করেন বহু সেলিব্রেটি। তাদের উপস্থিতি দর্শক-সমর্থকদের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ। এবার গ্যালারিতে আকর্ষণ বাড়াবেন ফুটবল আকাশের একসময়ের বড় তারকা।

ক্রিকেট মাঠে এবার দেখা যাবে ডেভিড বেকহ্যামকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বুধবার ভারত ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে দর্শকের আসনে থাকবেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক। জানা গেছে, ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকবেন তিনি।

২০১১ সালে এই মাঠেই ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল। এবার সেখানে তারা সেমিফাইনাল খেলবে টানা দুইবারের ফাইনালিস্টের বিপক্ষে। লিগ পর্বের ৯ ম্যাচের সবগুলো জিতে তারা আত্মবিশ্বাসের তুঙ্গে। যদিও নকআউটে নিউজিল্যান্ডের বিপক্ষে নিকট অতীতে কোনও সুখস্মৃতি নেই। এবার সেই গেরো কাটানোর দৃঢ় প্রত্যয় তাদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com