শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ এই চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন শাহিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে প্রথমবার ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান দল। ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ২২ বছরের শাহিন শাহ আফ্রিদি।
বাইশ গজের যুদ্ধে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের লড়াই থাকবেই। তবে মাঠের বাইরে দুই দলের তারকাদের বন্ধুত্ব অপরিসীম। সুনীল গাভাসকর-ইমরান খান, কপিল দেব-ওয়াসিম আক্রম। কিংবা পরবর্তী সময় সচিন তেন্ডুলকর-ইনজামাম উল হক, শোয়েব আখতার -হরভজন সিং’দের মাঠের বাইরের বন্ধুত্বের অনেক উদাহরণ সামনে এসেছে। এ বার এশিয়া কাপের মহারণের আগে এমনই মহানুভবতার নজির গড়লেন বিরাট কোহলি। অনুশীলন শেষ হতেই চোটগ্রস্থ শাহিন শাহ আফ্রিদির খবরাখবর নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। দুই মহাতারকার আলাপচারিতার ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে পিসিবি।
ভিডিয়োতে দেখা গিয়েছে, শাহিন মাঠের ধারে মোবাইল নিয়ে ছিলেন। পায়ে সাপোর্ট লাগানো ছিল তাঁর। সেই সময় যুজবেন্দ্র চাহাল প্রথমে এসে তাঁর সঙ্গে দেখা করেন। এর পর শাহিনের সঙ্গে দেখা করেন বিরাট, ঋষভ পন্থ ও কেএল রাহুলও। তাঁর চোট সম্পর্কে জানতে চান। উদ্বেগও প্রকাশ করেন ভারতীয় দলের তারকারা। বাঁহাতি পাক পেসারকে ধরতে দেখা গিয়েছে পন্থ এবং চাহালকে।
এশিয়া কাপ থেকে চোটের জন্য ছিটকে গেলেও, শাহিন পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন। সেইজন্য বিরাটের সঙ্গে তাঁর দেখা হয়ে গেল। এর আগে অবশ্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে বিরাটের দেখা হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ বার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাহিন আফ্রিদি এবং ভারতীয় খেলোয়াড়দের সাক্ষাতের একটি ভিডিয়ো পোস্ট করেছে।
ব্যাঙ্গালোরে বিলাসবহুল এ্যাপার্টমেন্টের দাম আপনাকে অবাক করে দিতে পারেব্যাঙ্গালোরে অ্যাপার্টমেন্ট । স্পন্সর লিঙ্ক সান ফ্রান্সিসকোতে বিলাসবহুল এ্যাপার্টমেন্টগুলি আপনার ধারণার চেয়ে সস্তা হতে পারেসান ফ্রান্সিসকো এ্যাপার্টমেন্ট ।
ডান হাঁটুর লিগামেন্টে চোট। আর এই চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন শাহিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে প্রথমবার ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাক দল। ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ২২ বছরের শাহিন শাহ আফ্রিদি। কেএল রাহুল, রোহিত শর্মা ও বিরাটকে সাজঘরের পথ দেখিয়েছিলেন তিনি। এহেন শাহিন এ বার ‘মাদার অফ অল ব্যাটেল’-এ নিজের দাপট দেখাতে পারবেন না। ফলে সেটা যে ভারতীয় দলের কাছে শাপে বর হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।