বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

এশিয়া কাপ: বাংলাদেশ ১৬৪ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক শ্রীলঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। ফলে জিততে হলে লঙ্কানদের করতে হবে ১৬৫ রান।

পাল্লেকেলেতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। সুবিধা করতে পারেননি অভিষিক্ত ওপেনার তানজীদ হাসান তামিম। দ্বিতীয় ওভারে ফিরেছেন ব্যক্তিগত শূন্য রানে। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখের ব্যাট থেকে আসে ২৩ বলে ১৬ রান। সাকিব করেন মাত্র ৫ রান।

মাত্র ৩৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। এ সময় দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ব্যক্তিগত ২০ রানে দাসুন শানাকার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন হৃদয়। মুশফিকের ব্যাট থেকে এসেছে ১৩ রান। মিরাজ ৫ ও শেখ মেহেদি ৬ রান করেন।

এদিকে দ্বিতীয় উইকেট খেলতে নামা নাজমুল হোসেন শান্ত তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। মহেশ থিকসেনার করা বলে ব্যক্তিগত ৮৯ রানে থামেন তিনি। ১২২ বলে খেলা ইনিংসটি ৭টি চারে সাজানো। এছাড়া তাসকিন ও মোস্তাফিজ শূন্য রানে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন মাথিসা পাথিরানা। মহেশ থিকসেনা দুটি ও তিনজন একটি করে উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com