শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

এবার সাকিব চান এশিয়া কাপের ট্রফিটা নতুন কোনো দলের হাতে যাক

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ এশিয়া কাপে কাল শনিবার (২৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে ১৫তম আসর। সর্বাধিক ৭ বার ভারত, ৫ বার পাকিস্তান ও ২ বার শ্রীলঙ্কা শিরোপা জিতেছে। বাংলাদেশ সর্বশেষ ৪টি আসরের মধ্যে তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এশিয়া কাপে বেশ কয়েকবার কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের।

‘এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে কখন কি হয় তা তো বলা যায় না, সবসময়ই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। আমরা তাই নিশ্চিত করে বলতে পারি না কে জিতবে কে হারবে। এসব টুর্নামেন্টে দ্রত ছন্দ খুজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।

এই চারটি দল ছাড়া আর কেউ ফাইনাল পর্যন্ত যেতে পারেনি। তবে ইতোমধ্যেই ক্রিকেটে নিজেদের শক্তিমত্তা দেখাতে সক্ষম হয়েছে আফগানিস্তান। বিশেষ করে টি-টোয়েন্টি ফরমেটে অন্যতম ভয়ঙ্কর দল হিসেবে তারা কঠিন প্রতিপক্ষ যে কোন দলের জন্য। এবার টি-টোয়েন্টি ফরমেটেই এশিয়া কাপ। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণের লড়াইয়ে যে কেউ হারাতে পারে যে কোন দলকে। তাই বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আশা এবার এশিয়া কাপে নতুন কোন দলের হাতে শিরোপা দেখার। এবার সাকিব চান চ্যাম্পিয়নটা নতুন কোনো দলের হাতে যাক।

আবুধাবি টি১০ লীগের দল বাংলা টাইগার্সের আইকন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাকিব। এর আগেও টি১০ লীগে খেলেছেন সাকিব।

টি১০ লীগে গত বছর হওয়া চতুর্থ আসরে প্রথম বাংলাদেশী হিসেবে ‘আইকন’ প্লেয়ারের মর্যাদা পান আফিফ হোসেন ধ্রুব। তিনিও বাংলা টাইগার্সে ছিলেন। এছাড়া একই আসরে অধিনায়কত্ব করেন দুই বাংলাদেশী- মারাঠা এ্যারাবিয়ান্সের অধিনায়ক হন মোসাদ্দেক হোসেন সৈকত এবং পুনে ডেভিলস অধিনায়ক হন নাসির হোসেন। এবার দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই আসরে আইকন ক্রিকেটার হলেন সাকিব এবং তৃতীয় বাংলাদেশী হিসেবে অধিনায়কত্ব করবেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘টি১০’র প্রথম আসরে আমি খেলেছিলাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম।

খুবই ভাল লেগেছে, এই ফরম্যাটটা আমার মনে ধরেছে। যখন শুনেছি এ বছর বাংলা টাইগার্স আমাকে নিতে চাচ্ছে আমি সুযোগটি লুফে নিয়েছি।’ আরব আমিরাতে বাংলাদেশ দল এখন এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে। তৃতীয় দফায় টি২০ দলের নেতৃত্ব পাওয়া সাকিবের মিশন শুরু হবে এই এশিয়া কাপ দিয়েই। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। এ বিষয়ে সাকিব বলেন, ‘প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচ জিততে মুখিয়ে আছি, সেটা হলে পরবর্তী সবই ইতিবাচক হবে আশা করছি।’ এশিয়া কাপে সর্বশেষ কয়েকটি আসর দুর্দান্ত কেটেছে বাংলাদেশের।

এবারের আসর নিয়ে সাকিব বলেন, ‘এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ফরম্যাটে কখন কী হয় তা বলা যায় না। নিশ্চিত করে বলা যায় না, কে জিতবে কে হারবে। এসব টুর্নামেন্টে দ্রুত ছন্দ খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসেবে যে কোন দলকে পেতেই ভাল লাগবে।’ এবার নতুন কোন দলকে চ্যাম্পিয়ন দেখতে চান সাকিব। তিনি বলেন, ‘আশা করছি এবার কোন নতুন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই জিতেছে। আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com